আমাকে কিসের ভয় দেখাও তোমরা ?
পাথরে পাথর ঘষে জ্বেলেছি আগুন
বুক জলে পার হয়ে এতটা এসেছি
আমাকে কিসের ভয় দেখাও তোমরা ?
যতই ষড়যন্ত্র কর না কেন
বাঁ হাতেও দেব না পুজো
একদিন অনায়াসে ছুঁড়ে ফেলেছি মুকুট
আমাকে কিসের লোভ দেখাও তোমরা?
তোমাদের কাছে নতজানু হতে শিখিনি কখনও
কোথায় নতজানু হতে হয় জানি
তোমরা কি জানো?