জ্যোৎস্না প্লাবিত মাঠে সেই বৃক্ষতলে
এক ঘুমন্ত মানুষের স্বপ্ন দেখি মাঝে মাঝে
শিয়রে একটি বাঁশি যেন এইমাত্র
রেখে দিয়ে সুখী মন নিদ্রামগ্ন আছে
স্বপ্নে দেখা এই দৃশ্য বারবার কেন জানি
ছবিতে ফোটাতে চাই অপারগ হই
সেও বুঝি স্বপ্ন দেখে আমার মতই
আমাকে কি আঁকতে চায় তার হাত?
হাতে দিয়ে তার বাঁশি শেখাবে কি সুর?
ছবিটা আঁকতে পারি আর নাই পারি
শুধু বাঁশিটি একবার ছুঁতে ইচ্ছে করে
শুধু একটি বার।