গাছ নয় আগাছায় ভরে যাচ্ছে চারপাশ
এভাবে বাঁচাও হ’ল আমাদের ত্রাস
আগাছায় বিষ ফুল দেখ ফুটে আছে
তবে কি এভাবে যাবে ভরে মাঠ ঘাট?
অনুর্বরা হয়ে যাচ্ছে এ মাটি ক্রমশ
যেখানে আবাদ করে এতদিন ফলেছে সোনা
সেখানে কেনরে এত আগাছার আনাগোনা !
কে মুড়বে এ আগাছা এই নিয়ে বাদ প্রতিবাদ
আমরা বাঁচি না বাঁচি না বাঁচুক গাছ
হেসে খেলে দিব্যি আছে আগাছারা আজ।