এখনও তোমার কোলে মাথা রেখে শুই
এখনও তোমায় ডেকে সব জ্বালা জুড়োই
সেই শৈশবে 'মা' ডাকে প্রথম কথা বলা
তারপর পথ চলা তোমার সাথেই
প্রবল জ্বরের ঘোরে তোমাকেই ডাকি
বিপদে আপদে তুমি বরাভয় দাত্রী।


তোমার মধুর হাসি ঝরে অবিরল
তুমি প্রকৃতির মত অকৃপণ মাগো
ধরিত্রির মত তুমি সর্বংসহা
সব দেশে সব কালে 'মা' ডাকে ভুবন দোলে
দুর্গাকে দেখিনি আমি দেখেছি তোমাকে
দশভূজা কাকে বলে জেনেছি তখন।

তোমার গায়ের গন্ধ যেন ফুলের সৌরভ
লেগে থাকে চোখে মুখে নাকে অবিরল
নন্দন কানন থেকে এনেছ যে সুধা
তাই দিয়ে ভরিয়েছ আমাদের ক্ষুধা
একজনমে মেটে না সাধ তোমায় ডেকে
তাই তো আবার আসি তোমার কাছে ফিরে।

এ ঘন আঁধারে যেন সব অন্ধকার
তবু তুমি যেন সেই চির দীপ্যমান
নিবিড় ঘন আঁধারে জ্বলিছ ধ্রুবতারা
সব কিছু বদলে গেছে শুধু বদলাওনি তুমি
তোমার বিকল্প নেই তুমি অবিনাশী
তুমি মাতা তুমি বন্ধু তুমি চিরসখা।