মানবতা
আ শি স চৌ ধু রী
দুর্গা বিসর্জনে যে মুসলিম মাঝির চোখে জল আসে
বীরভূমের প্রত্যন্ত গ্রামে যেখানে ২/৩টি হিন্দু পরিবারের বসবাস
সেখানে আড়ম্বরহীন যে দুর্গাপুজো হয়
তার দাওয়ায় বসে যে মুসলিম মন্দিরের ভেতরে জ্বলন্ত প্রদীপের
দেখভাল করছে
আমি তার কাছে প্রণত হই
মূর্শিদাবাদের যে মিস্ত্রীরা আমাদের বাড়ি বানিয়েছে
তাদের চাচা বলে সম্বোধন করেছি
আজও একবার তাদের কাছে প্রণত হই
একগ্লাসের চা হাসান বলে যে বন্ধুর সাথে শেয়ার করেছি
একটি সিগারেট ধরিয়ে দুজনে খেয়েছি
আজ একবার তার কাছেও প্রণত হই
এক আত্মীয়ের জমি-জিরাতের খবর আনতে
যে ভাগচাষীর বাড়িতে যেতাম
সেখানে সামুদাকে কেটলি হাতে দোকানে যেতে দেখে
বারণ করি,বলি তোমাদের বাড়ির চা খাবো
ডিম সেদ্ধ খাব কি না জিজ্ঞাসা করায় হ্যাঁ বলেছি
তাদের আতিথেয়তা আজও মনে আছে
আমি তাদের সকলের কাছে আজও একবার প্রণত হই
তারা সকলেই আমার জাত মেরে জাত ভুলিয়েছে বলে
নজরুল পড়ে বড় হয়েছি
পড়েছি জসিমউদ্দিন,বন্দে আলি মিয়াঁ আল মাহমুদ
শামসুর রাহমান,হুমায়ুন আহমেদ,হুমায়ুন আজাদ
আখতারুজ্জামান ইলিয়াস
তারা প্রত্যকেই আমার প্রিয় লেখক
আমি তাদের ভালোবাসি
শুনেছি আমীর খাঁ,আলাউদ্দিন খাঁ সাহেব
বড়ে গুলাম আলিখাঁ,রসিদ খাঁ
আল্লারাখার হাতের যাদুতে
জাকিরের হাতের যাদুতে
তবলা যে কথা বলে তা শুনে মুগ্ধ হয়েছি
আমজাদ আলির আঙুলের শিল্প
বিসমিল্লার সানাইয়ের যাদু এসব
অমৃতের মত পান করেছি
আমি মেহেদি হাসান গুলাম আলির গজলের ভক্ত
তাদের গান বাজনা শুনে ঋদ্ধ হয়েছি
কিছুতেই ভুলতে পারব না তাদের কথা
অথচ ডাক্তারবাবুদের মধ্যে এখনও তর্ক চলছে
ডিমের কুসুম ভালো না সাদা অংশ ভালো
মন্দির আর মদজিদ বিতর্ক চলছে,হানাহানি হচ্ছে
অথচ আমরা কেউ সঠিক জানি না
মন্দির ভেঙ্গে মসজিদ না মসজিদ ভেঙ্গে মন্দির
এই ধর্মস্থান গুলি নিয়ে মাস্তানি না করে
কোনটা বেশি জরুরি?
দুমুঠো ভাত,শিক্ষা, স্বাস্থ্যপরিষেবা না মন্দির মসজিদ?
মহামান্য আদালত একবার ভেবে দেখবেন
কারণ আপনাদের রক্তের রঙ তো লাল
আমার রক্তের রঙ লাল
তাদের রক্তের রঙও লাল
আমাদের একটাই আকাশ আমরা একই বাতাসে নিঃশ্বাস নিই
আমি মসজিদে গেছি,গির্জায় গেছি
তাই আজ আমি সকলের কাছে করজোড়ে বলছি
আমি হিন্দু নই,মুসলিম নই,খ্রীষ্টান নই...
আমি মানুষ,মানবতা ছাড়া আমার কোনও ধর্ম নেই
আর আমার একটাই দেশ তার নাম ' পৃথিবী।'