প্রিয়া তুমি আমার ঘরে এসো
তোমার কোলের মধ্যে বিড়ালের মতো মুখ গুঁজে লুকিয়ে রব।
তখন তোমার সব কষ্ট
আমার বুকের উষ্ণতায় হারিয়ে যাবে।
ভোরের আলোয় দোয়েলের গানের সুরে
আমি তোমার শিয়রে নীরব হয়ে বসে
মাথায় হাত বুলিয়ে ঘুম ভাঙ্গাবো।
তুমি ঘুম ঘুম চোখে ফ্রেশ রুম থেকে ভেজা মুখে এলে
রঙিন রুমালে এক নিবিড় ভালোবাসায়
ঐ মুখ আমি মুছিয়ে দেব;
তারপর,আমার হাতের কফি তোমাকে প্রশান্তি এনে দেবে।
বিকেলের নরম রোদে মেঠো পথ দিয়ে
হাতে হাত ধরে চলে যাব মাথাভাঙা নদীর তীরে
কোমল ঘাসের উপর রুমাল বিছিয়ে বসে
আমরা দেখব
নীল আকাশের নীচে শান্ত নদীর জলে মাছেরা সাঁতার কাটে
এক নিবিড় নিশানায় মাছরাঙা স্থির হয়ে বাতাসে ভেসে থাকে।
পথের ধারের বনফুল কুড়িয়ে
তোমার মাথায় পরাবো ফুলের মুকুট।
শিউলি ফুলের মালা চুরির মত জড়াবো তোমার হাতে
খোপায় জড়িয়ে দেব গাঁজরা ফুলের মালা
কোমরে দেব কলমি লতার বন্ধনী
আলতা দিয়ে পা রাঙিয়ে ঘাস ফুলের নূপুর পরিয়ে দেব
তোমার পায়।
যত আভরণ আছে সব দিয়ে তোমাকে সাজাবো;
আর তোমাকে দেখে দেখে আমার এ চোখের তৃষ্ণা মেটাবো।
এত আনন্দ পেতে চাইলে এসো আমার কাছে প্রিয়া----
পৃথিবীর যত আনন্দ আছে আমি সব দেব তোমাকে!
তবুও আমার এ ঘরে তুমি কি আসবে না, প্রিয়তমা?