উচ্চ শিক্ষা, সোনালী স্বপ্ন আমাকে ডেকেছে একাকী
আমি তার টানে ছুটে এসেছি নির্মম শীতের দেশে
রাতে পড়ার ঘরে নিঃসঙ্গ আমি বসে বসে ভাবি
দারিদ্র্যের অরক্ষিত সংসারে তোমাকে ফেলে এসেছি
আর কত কত দিন থাকবে তুমি আমার আশায়!
অন্ধকারে হিম ঠাণ্ডা বাতাসের জাপটায় শুনি
তোমার বিয়ের সানাইয়ের সুর
তখন আমার বুকে ওঠে মৃত্যুর মাতম।
এ জীবন কি কেবলই দীর্ঘশ্বাস তোমার আমার!
জোছনার বাঁধ ভেঙ্গে পড়া পথে আমরা কি আর হাঁটব না?
বই হাতে আনমনে শুধু তোমরাই প্রতীক্ষা করি
অন্ধকার রাতে ধীরে প্রবাহিত নদীর মতো
স্বপ্নের ভেতর তোমার কাছে পৌঁছে যাই
ছাপার কালির অক্ষরে আছড়ে পড়ে তোমার প্রণয়ের ঢেউ।
আমার অক্ষমতার জ্বালা কাঁটার মতো বিঁধে যায় বুকে
বিত্তহীনের আগুনে হৃদয় পুড়ে যায়
প্রেমের সোনালী শিখায় পঙ্গপালের মতো কষ্ট আসে
প্রাণবন্ত জীবনের শিখা জ্বালিয়ে তুমি আছো ঐ পারে
আর আমি এখানে ডলারের উড়াউড়ি দেখে দেখে
নির্মান করি তোমার আমার সোনালী স্বপ্নের সৌধ।
প্রেম আর স্বপ্নের গোলক ধাঁধায় আমার সরল জীবনে
আগ্নেয়গিরির আগ্নেয় বায়ুর মতো
ক্ষণে ক্ষণে বেরিয়ে পড়ে এ বুকের হাহাকার।