এত দিন পরে কি করে বললে তুমি ভুলে যাও
মেঘের ফাঁকে একমুঠো নরম আলো বিষণ্ণ দুপরের
কানে কানে যে সুরে কথা কয়
তুমি আজও আমার মনের গভীরে বসে
সেই সুরে বলছ কথা হৃদয়ের কানে কানে
বল,ভুলি কি করে তোমায়?
তবে এত দিনে যা ছিল সবই কি অভিনয় !
নাকি আমার চেয়ে আরও রঙ দিয়ে আর কেউ
রাঙিয়েছে তোমার মন।
ফেলনা কাগজের ঘুড়ি সেও সুতার টানে
মেঘের উপরে উঁকি দিয়ে আকাশকে ছুঁতে চায়
হঠাৎ খেয়ালের বশে সুতা কেটে দিলে
বাতাসে ভেসে ভেসে কোথায় ঠিকানা খুঁজে পায়!
কে তাহারে ভালোবাসে,তুমি কি জান না কিছু ?
সময়ের প্রয়োজনে মানুষ বদলায়,
জীবনের প্রয়োজনে প্রেম ছুঁড়ে ফেলে নিবিড় অন্ধকারে
সমৃদ্ধির লোভে স্বার্থের আকাশে ক্রুদ্ধ ঝঞ্ঝা ওঠে
প্রেম কোথায় হারিয়ে যায় কেউ তাকে খুঁজে পায় না আর;
জীবনের তীরে বসে সন্ধ্যায় ঘরে ফেরা পাখির মতো
তাকে হঠাৎ অস্পষ্ট মনে পড়ে।