কেবল তোমারই জন্য মৃত্যুকে হাতের মুঠোয় ধরে
কত যুবক এখনও চলছে কঠোর কঠিন অভিযানে।
তোমার কাজল টানা চোখের দিকে চেয়ে
অস্ত্রের ঝনঝনানি শোনা গেছে দেশে দেশে
তবুও কি সেই যুবক বুঝেছে তোমাকে? বোঝেনি!
তুমি বিপুল রহস্য নিয়ে রয়ে গেছ
দিনের অস্পষ্ট আলোর মতো অন্ধকারে।
তোমায় দেখলে কেন বুকের মধ্যে ঝড় ওঠে
যে নেতা অগণিত জনতার সামনে
বক্তৃতার মঞ্চে চিৎকার করে মাইক ফাটিয়েছে
সহজ মানুষের মত তোমাকে কিছু বলতে গেলে
কেন আশংকায় ঠোঁট দু’টো কেঁপে কেঁপে ওঠে!
তোমার স্পর্শে শরীরে বিদ্যুতের তরঙ্গ খেলা করে
তোমার এক হাতে বিষের পিয়ালা অন্য হাতে সুধা
বিষের কথা ভুলে যুবকেরা সুধার দিকে চেয়ে থাকে
কে বিষ পায়
কার ভাগ্যে সুধা জোটে তা কে বলতে পারে!
কেবল তোমারই জন্য পৃথিবীর সৌন্দর্য চোখে থাকে
ফুল হয়ে ফুটে বাতাসে ঢাল গন্ধ
তারই টানে যুবকেরা আগুনের পতঙ্গের মতো ছুটে আসে
কারো হৃদয়ে ঢালো প্রেম, কারো হৃদয়ে আগুন
যেই হৃদয়ে প্রেম আছে সেই হৃদয় আঁধার কেটে কেটে
পথ চিনে পাড়ি দেয় বাঁধার সাগর
তখন সবাই অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে থাকে।