জীবন ছুটে চলছে সময়ের টানে
সমাজ-পরিবার-সম্মান-মর্যাদার গ্যালারীর থেকে
তীব্র স্লোগান ভেসে আসছে আরও জোরে ছুটতে হবে।
স্লোগানের উত্তাপে নিয়তি ঠেলে নিয়ে যায় জীবনের গন্তব্যে
বোধ জেগে ওঠে রেসের ময়দানে
সারি সারি প্রতিযোগীদের সাথে দাঁড়িয়ে আছি ছুটার জন্য
পৃথিবীর জনতা চেয়ে আছে রেসের সামনের মানুষটার দিকে
তার জন্য পুরষ্কারের স্তূপ জমা করে রাখা আছে।
রেসের পিছনে যে রয়ে গেল তাকে কে-ই বা মনে রাখে!
যদি জিততে না পার তোমার কথা কেউ শুনবে না।
তোমাকে কেউ মানবে না।
তুমি সমান সুযোগ পাওনি, তোমাকে বঞ্চিত করা হয়েছে
তোমার মামা-খালু নেই
এমনকি রেসের সময় সাহস দিতে
গ্যালারিতে কোন এক মায়াবী হরিণীও তোমার জন্য নেই!
যদি থাকতো তুমি আরও অনেককিছু দেখাতে পারতে।
হতেও পারত তুমিই জয়ী!!
তোমার কি আছে কি নেই
তাতে পৃথিবীর গ্যালারীর দর্শকের কাছে কিছু এসে যায় না
তারা দেখতে এসেছে রেসের সামনের মানুষটাকে।
জীবনের রেসের সময় কেউ বুকে যন্ত্রণা নিয়ে
পথের উপর পড়ে গিয়ে তোমার পথ রুদ্ধ করলে
তার আর্ত চিৎকারে সেদিকে তাকাতে নেই!
তার বুকে পা রেখে তাকেও ডিঙাতে হয়।
মনে রেখ জীবনের দৌড়ে শুধু সামনে তাকাতে হয়
সামনেরটাকে অতিক্রম করতে আরও জোরে ছুটতে হয়
যদি না পার তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না
তোমাকে কেউ চাইবে না, কেউ চিনবে না
এ পৃথিবী বাসী শুধু তাকেই দেখতে চায় যে জয়ী হয়
ফুলের মালা শুধু তার জন্য।
পরাজিতদের জন্য রয়েছে লাঞ্ছনা, অবহেলা, অবজ্ঞা।