ঘুমের মধ্যে নাকি সবচেয়ে সুখ আছে শান্তি আছে
তবুও আমরা চোখ মেলে জেগে উঠি।
পৃথিবী সূর্যের টানে যেভাবে চলে
সেইভাবে আমরা আকাঙ্ক্ষার পিছনে ছুটে চলি।
পাহাড়ের গা বেয়ে
নেমে আসা নদীর স্রোতের মতো আমাদের মন
আপন খুশিতে বয়ে চলে আমাদের নিয়ন্ত্রণ-হীন সীমানায়।
হৃদয়ের আকাঙ্ক্ষাকে আমরা ভালোবাসি
এই পৃথিবীর পরে সে মরীচিকা।
তাকে কে কবে খুঁজে পেয়েছে কে জানে!
তবুও আমরা খুঁজে চলি অন্তহীন আলো আঁধারের ভেতর
অজানা পথে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ি।
মৃত্যুর ঘুমে ঘুমাতে চাই
ঘুমের মধ্যে আকাঙ্ক্ষার অধীরতা এসে
আমাদের জাগিয়ে দেয় ।
হৃদয়ের অন্ধকার গহ্বরে সূর্যের মতো সে জ্বলতে থাকে
আর এই মন!
পৃথিবীর পরিভ্রমণের মতো ছুটে চলে তার পিছে পিছে।
জীবনের ব্যর্থতা দেয় না এক ফোঁটা অবসর,
কোন এক অসীম পিপাসার টানে
এ দুনিয়ার অলিগলিতে একা একা মরিতেছি ঘুরে
তবুও যে আকাঙ্ক্ষাকে আমরা ভালোবাসি
সে আসেনি
রাতের বাঁকা চাঁদের মতো গিয়েছে মিশে
আকাশে আকাশে।