পুরানো দিনের অপূর্ণতা মনে করে
কেন কষ্ট পাও প্রিয়া তার তরে?
স্মৃতির আঁচল ভরে
কত না আদর সোহাগ করে
ব্যর্থ আঁখি জল তুমি নিয়ে আসো।
তার চেয়ে বরং জীবনকে ভালোবাসো!
হাতের কাছে তোমার রূপের শরাব
রক্ত রাঙা ঠোঁট তুমি নিয়ে নীরব
আশার মোহিনী মায়া কেবল আমাকে ডাকে
তোমার হাত যেন আমার হাতে থাকে
এ পৃথিবীতে মাত্র ক’টা দিন থাকতে এসে
কষ্টের আলপনা এঁকে এঁকে বেলা যায় শেষে
ফেলে আসা দিন জীবনে বাধা
তৈরি করে কেবল অসংখ্য ধাঁধাঁ
কালকে কি হবে ভেবে মরি।