তোমার সাথে আমাকে নেবে নাকি?
একলা আমি দাঁড়িয়ে আছি
তোমার জন্য গলির চিপায়।
একটা দুটা সহজ কথা
বলব আমি চোখের তারায়
বিকিয়ে দেব এই আমাকে
তোমার ডাকে ধন্য হয়ে।
তোমার চোখের আলো দেখে
চেয়ে আছি নি:স্ব হয়ে
ভয় না করে কলঙ্ক রেখায়
শ্যামল মুখটা কোমল করে
একটু হাস সহজ করে
ছড়িয়ে পড়ুক আশার আলো
আমার বুকের শূন্য খাঁচায়।
যদি হঠাৎ একদিন দরজায় এসে
শুধাও তুমি কেমন আছি?
সেই দিনেরই অপেক্ষাতে
দরজা খুলে দাঁড়িয়ে থাকি
একলা আমি দাঁড়িয়ে আছি।
ও হাতে হাত রাখতে আমি
সহজ হয়ে দাঁড়িয়ে আছি
ঐ হাতে হাত রাখতে পারা সহজ কথা নয়!
ঐ হাতের বোঝা বয়তে পারাও সহজ কথা নয়!!
তবু আমি দাঁড়িয়ে আছি
একলা আমি দাঁড়িয়ে আছি।