আসছে ঈদ,খুশির জোয়ারে ভাসছে মানুষ
শপিং মলে ঝরছে নিয়ন আলোর ঝুপ ঝুপ বৃষ্টি
চোখ ঝলসানো আলোর ফোয়ারার নিচে
সরবে চলছে দামি গাড়ির আসা যাওয়া
দোকান সেজেছে নববধূর সাজে
ব্রাইডাল রুমের মতো উপচে পড়া ভিড় সবখানে।
সুন্দর পোশাকে মানুষের বাড়ায় মর্যাদা।
মার্কেটে এসে সবার মনে লেগেছে বসন্তের হাওয়া
হৃদয় সেজেছে কৃষ্ণচূড়ার রঙে।
সমস্ত শক্তি দিয়ে ভিড় ঠেলে ঠেলে
মনের মাধুরী মিশিয়ে কেনা হলো অনেক কিছু
মনের ছেঁড়া পালে হাওয়া লেগে যেন ভেসে চলছে
উচ্ছলতার শান্ত নীল জলে।
বাড়ি ফিরতেই নজর পড়ল পিচ্চিটা ছেঁড়া জামায়
গেট খুলে দাঁড়িয়ে আছে।
‘জামা নেই তোর’? গৃহকর্তার অবাক কণ্ঠে প্রশ্ন
সজল চোখে সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল
বলল না কিছুই;
যেন বেদনার পাহাড় মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে
হালকা হবার প্রতীক্ষায়।
কি মনে করে গৃহকর্তা বলল,
এবার ঈদে একটা নতুন জামা কিনে দেব তোকে
তার কাছে মনে হলো
সামনে দাঁড়িয়ে কথা বলছে মানুষ রূপি ফেরেশতা
সেই খুশিতে
মন ছুটে বেড়াল বর্ণিল নরম মেঘের ভাঁজে ভাঁজে।