চোখের জলে হৃদয় হতে মুছে যায় তোমার নাম
এতটা পথ এসে, এত কষ্ট সয়ে কি পেলাম
যা কিছু ভেবেছিলাম আপন; সব ভুল
আমি ভুল করে ভুল মায়াজালে জড়িয়েছিলাম।
দু’চোখে দেখেছিলাম দুরন্ত ঝরনা অফুরন্ত আলো
স্বপ্নের ঝড়ে উড়ে যেত বেদনার কাঁটা
দুরন্ত আবেগে কামনার চিতায় জ্বলে ওঠে নীল বাসনা
কথার গানে ঢাকা ছিল ধিক্কারে ভরা তোমার নোংরা মন
কি আফসোস, সেসব ছিল বড়ই অজানা।
সব আশা ভেঙে-চুরে যায়, ভাঙে আশার ফুলদানি
চোখের জল মুছে সেই পথে আবার ফিরে যায়
যে পথে তুমি এসেছিলে
জানি ফিরবে না, তবুও আশা নিয়ে থাকি।
কত যে ইচ্ছা কত যে স্বপ্ন
এ জীবনের খাতায় কে তার হিসাব মিটায়
কালো ভ্রমরের পাখায় যে ছন্দ ওঠে
সেই ছন্দে একবার বাঁধার সময় পেল না, হায় দুরন্ত হৃদয়!!
আমার হৃদয় এখনো তোমারই প্রতীক্ষা করে।
তুমি দিয়েছ সঞ্চিত জল আমার দু’চোখে ঝরাতে।
আজ বৃষ্টির রাতে একা আমি, চোখে ঘুম নেই
হাওয়া ডেকে যায় লক্ষ্যবিহীন রাতের জলসায়
অকুল মোহনায় যেন আমার অধীর প্রাণে চির প্রতীক্ষা
এতটা পথ এসে, এত কষ্ট সয়ে কি পেলাম
চোখের জলে হৃদয় হতে মুছে যায় তোমার নাম।