বাংলার বুক চিরে প্রবাহিত নদী অশান্ত
রক্তের স্রোতে প্লাবন আসে।
ধনতন্ত্র ছুঁড়ে ফেলছে আদর্শ-নীতি মানবতা
পরস্পরকে ক্ষতবিক্ষত করে, ঠকিয়ে আমরা বেঁচে থাকব
এই আমাদের আদর্শ। এটাই আমাদের নীতি।
আমাদের রক্তের শিরায় শিরায় এখন লোভ, হীনতা
বিশ্বাসঘাতকতার আগ্নেয় লাভা ভেসে চলে আমাদের মনের গহীনে
আমরা চিনি পরস্পরের মুখ ও মুখোশ, তবুও আমরা নিশ্চুপ।
যারা আজো আদর্শকে ভালোবাসে
ভালোবাসে নিপীড়িত মানুষকে
তাদের জন্য যারা বুক পেতে রাখে
আমরা তাদেরকেই ঘৃণা করি।
এসব করে
আমরা যারা ক্ষমতার মসনদে বসে পা দোলাচ্ছি
সেই আমাদের জন্য গোলাপের স্তবকে পথ সাজিয়েছে জনতা।
সেই পথ ছেড়ে কেন যাব আমরা কাঁটা ছড়ানো পথে?
লোকে বলে ভগ্ন-সিংহাসন আমাদের!
শুনে হাসি পায়
আমি দেখি স্থির-অক্ষয় তার প্রতিবিম্ব।
আমাদের জৌলুসের পেয়ালায় সোনালী মদ
যারা অস্ত্র হাতে আমাদের রক্ষায় অতন্দ্র পাহারায়
তারা এবার একটু বিরতি দাও।
লিখে ফেল আমাদের ইতিহাস
দেশের বিরাট বোঝা কাঁধে নিয়ে সার্থক হয়েছি
কত চক্রান্তের বেড়াজাল ঘিরে ফেলেছে
হঠাৎ ওঠা ঘূর্ণিঝড় উড়িয়ে নিতে এসেছে
তবুও সফল হয়েছি। লিখে ফেল এইসব!
ইতিহাস বইয়ে তোমরা লেখে ফেল আমাদেরই জয়গান।