নতুন প্রজন্মের পিঠে চড়ে বাংলাদেশ স্বপ্ন দেখে
বস্তাপচা ইতিহাসের কাব্য চর্চায় যাদের জীবন চলে
তাদের বুকে পা রেখে নতুনেরা একদিন
গৌরবের আলপনা এঁকে দেবে নক্ষত্রের পিঠে
এ বিশ্ব অবাক চোখে দেখবে নতুন বাংলাদেশ।
অমর একুশ আর মহান মুক্তিযুদ্ধ ছাড়া
আমাদের কিছু নেই
আর যা আছে তা এ জাতির কলঙ্কের ইতিহাস
রকেট সায়েন্স, বিজ্ঞান-প্রযুক্তি, গবেষণায়
আমাদের অবদান এ বিশ্ব খুঁজে পায় না
আমরা বিশ্বকে বুক ফুলিয়ে বলি
আমরা একবার জ্বলে উঠেছিলাম উনিশশো বাহান্ন সালে
আর একবার লড়েছিলাম উনিশশো একাত্তরে
রকেট সায়েন্স, বিজ্ঞান-প্রযুক্তি, গবেষণা
এসব ফালতু বিষয়ে আমাদের সময় কোথায়?
আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা করে রেখেছি
যেখানে আমাদের মেধাবী কাউকে দরকার হয় না
আমাদের দরকার মঞ্চে মাইক ফাটানো নির্লজ্জ যুবকের
আমাদের দরকার আদর্শহীন পেশিশক্তির নতজানু চামচা।
এখনও এ দেশের
বুকের পাঁজরে শোষিত মানুষের হাড় জমা হয়
রক্ত ফেনা মুখে
মানুষ চেয়ে থাকে ন্যায় বিচারের প্রতিক্ষায়
একা এক নারী নির্জন রাস্তায় ভয়ে কেঁপে ওঠে
হতাশার বিস্ফোরণে তরুণেরা ছিটকে পড়ে দেশ বিদেশে
কেউ কেউ সর্বস্বান্ত হয়ে ফিরে আসে
তবুও এই প্রজন্মের পিঠে চড়ে বাংলাদেশ স্বপ্ন দেখে
আগুনের ফুলকির মতো রং ছিটিয়ে
একদিন আসবেই আসবে সেই আকাঙ্ক্ষিত ভোর।