অনেকদিন পর একটা মিষ্টি কণ্ঠ হাওয়ায় ভেসে এলো
বলল সে,কাল আমাদের দেখা হবে
কোন এক পার্কের সবুজ ঘাসে অথবা এক রেস্টুরেন্টে
তোমার সময় হবে?
তারপর আমার বুকের মধ্যে ঝড় বয়ে গেল।
পাখির মত কেঁপে ডানা মেলে বিস্মৃতি অতীত
উঠল জেগে নতুন চেতনায়
শব্দহীন স্তব্ধতায় ব্যাকুল নয়নে অতল স্বপ্ন সাগরে
তাকে নিয়ে ডুবে ছিলাম একদিন
নিবিড় কুয়াশার মত বুঝেছিলাম তার মন
দিনের স্পষ্ট আলোর মতো
নারীর মন সমস্তই-বা বুঝেছে কে কখন?
একদিন দিয়েছিল যে ভালোবাসা আজ তা মনে নেই
সন্ধ্যায় বাউলের গানের অস্পষ্ট সুরের মতো
সেই ভালোবাসা শুধু দূর থেকে ভেসে আসে।
অন্তরের আকাঙ্ক্ষাকে বিদায় জানিয়ে
বাস্তবতার দেওয়ালের দুপাশে দু’জন রয়েছি দাঁড়িয়ে।
আজ বিকেলের নরম রোদে সে বসে আছে মুখোমুখি
মুখে কথা নাই,সেই হাসিও নাই
কতদিন চোখাচোখি হয়নি আমাদের দুজনার
খোলা আকাশের নিচে আমরা---দুজন--একা !
বারবার কেন ওর চোখ ভরে জল আসে!
ওর দিকে চেয়ে শুধু মনে হয়
স্বপ্ন নয়, ভালোবাসাও নয় সব অভিনয়!