আমি চাইনি টাকাশালে বসে একাকী জীবন
বেশ কয়েকটা বডি গার্ড আমাকে ঘিরে রোবট মানুষ
আমি চেয়েছি রোদের দুপরে হঠাৎ আসা বৃষ্টিতে ভিজতে।

আমি চাইনি ঝলসানো চিকেন আনতে ব্যস্ত বেয়ারা
আমি চেয়েছি কুলিমজুর, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা
নিম্ন আয়ের মানুষের সাথে ফুটপাতে বসে
সস্তার গরম খিচুড়ি খেতে।

আমি চাইনি কুসুমের মতো নরম আলোয়
রাতের নিদ্রা সাজাতে রূপসীদের কপট প্রচেষ্টা
আমি চেয়েছি অমাবস্যা রাতের অন্ধকার
মাঝে মধ্যে জোনাকি পোকার মৃদু আলো
আর কিছু না।

আমি চাইনি বিয়ারের বোতলের ছিপি খুলে
শরাবের গ্লাস হাতে নর্তকীর কোমরের ভাঁজে
মনি মাণিক্য আবিষ্কারে নেশায় আছড়ে পড়তে
আমি চেয়েছিলাম তোমার হাত ধরে
গোলাপ বাগানের খোঁজে হারিয়ে যেতে।

আমি চাইনি সম্পদ যশ খ্যাতির ব্যুহচক্র রচনা করতে
চেয়েছিলাম অবসর,আগামীকাল খাওয়ার নিশ্চয়তা
সকালে সোনালী সূর্য জানালায় উঁকি দেওয়া
চেয়েছিলাম শ্রাবণের ঘনঘোর বর্ষা দেখার দিন
আমি চেয়েছিলাম অন্য রকম জীবনের স্বাদ
অন্যরকম!
অথচ সময় দুরন্ত দস্যুর মতো সব কেড়ে নিয়ে
আমাকে উপহার দিয়ে গেল অন্য রকম এক জীবন
অন্যরকম এই জীবনে  যার কিছুই আমি চাইনি।