হে অনাগতরা, আমরা তোমাদের জন্য রেখে যাচ্ছি
বসবাসের অযোগ্য নগরী,নষ্ট সমাজ, বিপন্ন মানবতা
রেখে যাচ্ছি বাংলা, ইংলিশ মিশ্রিত এক খিচুড়ি ভাষা
আমরা বাংলা ভাষার জন্য জীবন দিয়ে
তোমাদের জন্য এসব নিয়ে এসেছি।
রেখে যাচ্ছি নোংরা পরিবেশ, গলাবাজির জয়গান
এ দেশকে চামচাদের স্বর্গরাজ্য বানিয়ে চলে যাচ্ছি।
একটা চাকরীর জন্য, একটা কাজের জন্য
নীতি আদর্শকে শিকেয় তুলে পার্টির নোংরা ছেলেটার পায়ে
তৈল মালিশ করতে করতে বয়সের ভারে নুয়ে পড়েছি
ধনুকের মতো বাঁকা মেরুদণ্ডটা মট করে ভেঙে যাওয়ার ভয়ে
সোজা হয়ে উঁচু গলায় দাঁড়িয়ে কখনো কথা বলিনি।
এভাবেই কোনমতে জীবনটা পার করে দিলাম।
আসল বন্ধু ছেড়ে ভার্চুয়াল বন্ধু বানিয়ে
জীবনটাকে কৌটার মধ্যে ঢুকিয়ে কাটানোর ফরমুলা রেখে গেলাম।
আদর্শ বলতে কেবল যে কোন উপায়ে বিত্তশালী হওয়ার
দু-একটি নিদর্শন রেখে গেলাম।
যদি এইভাবে তোমরা তোমাদের জীবন কাটাতে পার
তবে তোমরা আমাদের যোগ্য উত্তরাধিকারী!
আমরা নির্মাণ করে চলে যাচ্ছি
সেইসব কল্পকথা, মনুষ্যত্ব বিবেক লুণ্ঠনের ছবি
আর প্রতিদিন স্বপ্নের ভেতরে খুঁজে ফিরেছি আমাদের মুক্তিদাতা।
আমাদের স্বপ্নের মতো কেউ কি জাগে! কে জেগে থাকে!
যাদের জাগবার কথা তারা আঁচলে মুখ লুকায়
কেউ মৃত সন্তানকে কোলে নিয়ে জাগবার শপথ নেয়,
কিছুকাল পরে সেই আবার ভয়ে মটকা মেরে থাকে।
এসব দেখে দেখে ঘেন্না হওয়া স্বাভাবিক, অথচ কিছুই হয় না।
অনাগতরা শোন, তেলাপোকাও একদিন পাখির মতো উড়েছিল।
একবার তার উড়বার সাধ হয়েছিল। আর তো আমরা মানুষ!!!