দিনের স্পষ্ট আলোয় লাঞ্ছিত মেয়ের চিৎকারে
আমার বুক মুচড়ে উঠেছিল সেদিন
আমার সুন্দর জীবনে ঝুঁকি আসতে পারে ভেবে
সেদিকে তাকাতে যাইনি।
মানুষের ভিড়ে মুখ লুকিয়ে সটকে পড়েছি
আমি এক প্রত্যক্ষদর্শী; নিজের ভাবনায় নিমগ্ন থেকেছি।
হত্যাকারীর বীভৎস উল্লাস দোকানের চিপায় দাঁড়িয়ে দেখেছি
ছোট্ট ছেলেটার সামনে
মায়ের বুকে ধারালো ছুরি ঢুকে গিয়েছিল
তার বুকফাটা আর্তনাদে আদিম সভ্যতা ফিরে এসেছিল
জনতার ভীরু চোখে আমি সেদিন কোন লজ্জা দেখিনি।
সেবা খাতগুলো দখল নিয়েছে জমজমাট ট্রেড বিজনেস
হাসপাতালের আইসি ইউনিটে ডাক্তার বেশে
শয়তানকে দেখেছি
সাপের গর্তে পড়েছে রোগী ডাক্তার ফণা মেলে ধরেছে
বাঁচাতে হলে আরও টাকা চায়
নি:স্ব পরিবারের অভিশাপে বাড়ছে ডাক্তারদের বিলাসিতা।
লেকের ধারে ভরা সন্ধ্যাবেলা
এক বেকার যুবককে কাঁদতে দেখেছি
একটু আগে সানাইয়ের সুরে হারিয়েছে তার প্রিয়তমাকে
বাবা অসুস্থ, মায়ের প্রতীক্ষা ছেলের একটা চাকরি
ফিরবে সুদিন
সেই মা থাকে অপেক্ষায় অপেক্ষায়..........।
আমি সেই যুবকের কান্না ভেজা চোখে প্রতিজ্ঞা দেখেছি
‘তাকে অনেক টাকা বানাতে হবে
এমনি করেই ছিনিয়ে আনবে অন্যের প্রিয়তমাকে’।
আমি দেখেছি দৌড় প্রতিযোগিতা
বড় বড় ডিগ্রি শিকায় তুলে ছুটছে তারা মধু নিতে
ক্ষমতার মধু নিয়ে বসে আছে রানী সাহেবা
পদলেহন করে নর্তন কুর্দন করে চাই একটু তুষ্টি
তাহলেই ব্যস, ভাগ্যের চাকা ঘুরে যাবে
এইসব কুলাঙ্গারদের দাপটে মানুষ দেখিনি।
আমি বিচারের নামে সার্কাস দেখেছি
নতুন নতুন নাটক মঞ্চায়িত হয়
পত্রিকার পাতায় পাতায় শো-ডাউন চলে
চরম বিনোদন, তুমুল করতালি, জনগণের উল্লাস
ঢাকা পড়ে যায় মজলুমের ক্রন্দনের ধ্বনি।
এখন চলছে ভীষণ দু:সময়
দেশপ্রেম শেখানোর টেন্ডার নিয়েছে দেশের দালালরা।
ঝড় বয়ে চলে এ দেশের প্রতিটা মানুষের উপর দিয়ে
সামাজিক দায়বদ্ধতা থেকে মূল্যবোধের অধ্যায়গুলো
একে একে উড়ে যায়
অবক্ষয়ের স্তূপে জমা হয় পাপ, আদিম সভ্যতা।
একটা জাতির ধ্বংস হওয়ার নীরব প্রত্যক্ষদর্শী আমি
এ সব দেখেছি আমি
জাতির অধঃপতনের চরম সীমানায় দাঁড়িয়ে।
আমি নিরুপায়, এই বাংলা ছেড়ে কোথায় যায়?
এ বিশ্ব নেবে কি আমায়?
জন্মভূমির কোলে মাথা রেখে
আমি আজও স্বপ্ন দেখি এ দেশকে ছেড়ে যাওয়ার
নিশুতি রাত আমাকে ঘুমাতে ডাকে
আমার ঘুম আসে না।
পাসপোর্টের খালি পাতায় ভিসার রঙিন স্কেচ আঁকি
আমি ঘুমাতে পারি না।
বাংলার উন্মুক্ত আকাশে শুনি চিলের চিৎকার
দিগন্ত বিস্তৃত মাঠে ডেকে ওঠে শিয়াল
সভ্যতার জমকালো ছদ্মবেশে মৃত মনুষ্যত্বের গলিত শবের গন্ধ
ভাগাড়ে জমে উঠেছে খেলা, চলছে মচ্ছব, এ দেশে মানুষ কই?