ভাবিয়া ভাবিয়া এ মন কাটিনু কত দিন পরে,
যাবো আমার দেশে-
যেথায় রয়েছে আমার শান্তির নীড়
সেজেছে অপরূপ বেশে।
যাবো আমি আমার দেশে, সন্যাসীরও বেশে
যেথায় ডেকেছে মোর মন ভরে, হয়েছিনু দিশেরহারা,
মরনের পরও কাটবে কি জানিনা এই অবশিষ্ট আত্মহারা।
কাব্যিক মোর করেছে ভর শান্তির প্রদীপ লইয়া,
শিখা জ্বালিয়ে আমি জলাঞ্জলি দেবো মনের কবর দিয়া।
এমনে করেছিনু পথের দিশারী,
কাহার লাইগা যাবো আমি গ্রামেরও পথ ধরি।
সত্যিমান জানে এমন সত্যি কাহার লাগি,
দেখিতে পারিবো না চোখের জল, হতে পারবো না পথহারা।
আমার এমন ভেঙ্গে যাবে তবে যদি হই দিশেহারা।
বলেছিনু তরে সত্যিমান হে মনেরও কথাগুলি
ভেঙ্গে যাবে স্বপ্ন যদি আমি গ্রামের ওপথ ধরি।
যাবো যাবো করি যেতে আমি চাই,
তবু কেন এ-মন বারে বারে ধাক্কা খায়।
ফাজলামি না হে মানব সন্তান, কথাগুলো মোর মনের
স্বপ্ন দেখি দেখিতে চাই ত্রিভুবনের অলীক সত্যিলইয়ে।
শান্তির জন্য দেশে যেতে চাই, অশান্তির জন্য নহে
সত্যিকারার্থে তুমি আন্টি আমি যে আংকেল হেথায় যাবে জলে।
ওহে নিরঞ্জন, সত্যি মেঙ্গে বলো তুমি
বসিয়া ভাবিতেছো কাহার এ-মন,
সত্যি জানিনা ভবে নিরংকুষ যাবে সবে মিছে
দানের দিক্ষিনা দিয়া করবে সবাই অবক্ষয়।
আমাকে কেউতো বাসেনা ভালো,
হেরিসে বরং দিশে।
একথা জানি আমারি লাগি করেছিনু ভাবি সবই গেছে পিছে
দুষ্টুর দম্ভে হেরেছো তুমি আমার নয়ন দুঃখে।
সত্যি বলছি, দেমাক নহে খারাপ আমার,
মনে দুলেছে ভাবনার সাগর,
সাগরে সায়র করিতে রীন্দ্রনাথ দিয়েছে আমায় সবর।
বজ্র কণ্ঠে বলি তোমারে-
আমি নহে রবীন্দ্রনাথ, নহে সুকান্ত, সুকুমার।
বিজয়ের কেতন নাড়িয়ে নারী তব বক্ষ হৃদয়ে আঁকি,
যাহারে পাবে তুমি সুখে থেকো লয়ে শান্তির স্বপন বাকি।
মুক্ত হতে চেয়ো নাকি তুমি, যাবে বন্ধীর কারাগার,
ভাঙ্গিতে পারবেনা লুন্ঠিত হবে আছে যেথায় স্বর্বস তোমার ।
কবিতা আমার নিত্যসঙ্গী সাহিত্য আমার রস,
ভালবাসি আমি তাহাদিগকে যাহার প্রতি আমার অন্তরে উপবাস।
ভিক্ষুক আমি, ভদ্র আমি, আমি চঞ্চল উগ্র মানবিক,
সাহিত্যমনায় সাহিত্যকর্ম করেছে আমায় তিরিবৃত্ত পথিক।
মরিতে আমি চাহিনা তব তোমারও ডরে,
তবে সত্যি মাঙ্গি আমি সৃষ্টিকর্তার উপরে।
বাঁচিতে চাহি আমি আরও কটা দিন
যদি সৃষ্টি কর্তার কাছে কোন উপায় মেলে।
ভব হৃদয় মন করেছিনু আশা,
হৃদয়ের ছোট্টকোনে যেথায় বাধিবে বাসা।
সুখেরও আশা গুড়িবে তোমার ডরে!
হা হা হা হাসিতে যেন মোর সস্থির উপায় মেলে।
যাবো যাবো করে তুমি গেঁথেছো মরন ফাঁদ
জানি আমি পড়বো না ফাঁদে যদিও পেয়ে থাকি বিষেরও বিষাদ।
তোমার হৃদয়ে কি কহে না কথা?
বাজিছে কি অশান্তির বাণী।
আমি রচিবনা তব, এই কাব্যখন্ড শুধু তোমারই লাগি।
সুখে থেকো তুমি আমার অলীক ভেঙ্গে,
বাঁধা দেবে না তবে শান্তির বাসনায়-
যদি আমার সন্যাসির বেশ মেলে।