আমি তোমাকে দেখেছিলাম কোন একদিন-
আভা আভা অন্ধকারে ঢাকা কোন এক সন্ধ্যায়,
তুমি যে এক মহিয়সি নারী-
তোমাকে আমি ঠিকই চিনেছিলাম।

আমার হিয়ায় একটি তরী ভাসিয়েছিলাম-
তরিটির নাম দিয়েছিলাম স্বপ্ন,
স্বপ্ন দেখতে দেখতে কখন যে বিভর হয়েছিলাম-
চলনে বলনে তুমি তুমি আর শুধুই তুমি।

মনের গহীন সাগরের বক্ষে পাল তোলা তরী-
ভেসে চলেছে অজানার সৃষ্টির সন্ধানে,
ঘাত প্রতিঘাতকে সহ্য করে এগিয়ে চলা যার কাজ-
ছুটে চলেছে অন্তহীনা যৌবন নিয়ে।

অবশেষে পেলাম তোমায়-
কোন একদিনের সারাটা বিকেল সারাটা দুপুর,
তোমার দিকে চেয়ে থাকা অন্তহীন সুধা-
মনের বেড়াজাল ছিন্ন করার শক্তি শুধু আমারই ছিল।

সাগরে উত্তাল ঢেউয়ে জেগে উঠেছিলাম আমি-
জলচ্ছ্বাসে গ্রাস করা ছিন্ন ভিন্ন পাল,
সাগরের সর্বনাশা যৌবনা অন্তহীনা সুধা আমায় ভঙ্গুর করি
জেগে দেখি তুমি যে পাশে আমার মহিয়সী নারী।