প্রিয়তমা
তুমি যখন তাকাও
আশ্চর্য সুন্দর দৃষ্টি মেলে
মুগ্ধতার ঝড় উঠে বুকের বাগানে
নির্বিকার হাসো কথা বলো
আসো যাও যথারীতি
অথচ জানোনা জানতে চেষ্টাও করোনা
আমি কি কষ্টে তোমার
প্রস্থান দৃশ্যের স্মৃতি নিয়ে বসে থাকি।
মন্দ্রিত বৃষ্টির সুর
বেজে উঠে তোমার হাসিতে
অথচ তৃষ্ণায় পুড়ি
তুমি দেখেও দেখোনা
আমার বাগানে মেলো তোমার ডালপালা
আর ছুঁতে গেলে পাপ বলে
বেঁধে দাও সীমা
এভাবে বুকের মাঝে বাড়িয়ে দিচ্ছো
যে ক্ষত চিহ্ন গুলো
দেখো এগুলো একদিন
তোমাকেই ডাক্তার হয়ে সারাতে হবে
খুলে দেবো বুক
তোমার ডাক্তারি যন্ত্রে ক্ষতস্থান গুলো
ভালবাসার উল্কি এঁকে
তোমাকে আমন্ত্রণ জানাবে
জানাবে সাদর সম্ভাষণ
তুমি কেসহিষ্ট্রি জানতে চেয়ে
জিজ্ঞেস করবে আমাকে
আর আমি তোমার মুখটাকে
দু হাত দিয়ে জড়িয়ে ধরে
মুখের কাছে নিয়ে আবেশে বলবো
জানোনা কবে থেকে?
যেদিন তুমি জন্মেছিলে
আমার হৃদয়ে।