গভীর একাকীত্ব
ক্ষণে ক্ষণে ভাবনা
গভীর রাতের
এই নিঃসঙ্গ মূহুর্ত।
ভালবাসার জ্বালা
হৃদয় মাঝারে
গভীর ক্ষতের সৃষ্টি করে
প্রাণকে করে তুলেছে ওষ্ঠাগত।
ভালবাসার সিঁড়িগুলো
যতোই একটার পর একটা
পার করে চলেছি
কিন্ত শেষ করতে পারছিনা।
প্রাণ ওষ্ঠাগত ভাবনা
এ যেন শেষ হবার নয়
হৃদয় মাঝারে অহর্নিশ
কথার ফুলঝুড়ি ছুটাতে চায়।
হৃদয়ের বন্দরে
একান্ত আপন করে
পেতে চায়
চিরদিনের সাথীকে।
ভালবাসা ভালবাসায়
ভরিয়ে দিয়ে
প্রাণ ওষ্ঠাগত করে দিতে চায়
হৃদয়ের সাথীকে।
তবেই হয়তোবা
ভাবনার অমর সিঁড়িগুলো
কোমর ভেঙ্গে পড়বে
জ্বালা গুলোকে মুক্তি দিতে।
কিন্ত
কল্পনার সঙ্গে
বাস্তবের পার্থক্য
প্রচন্ড।
ভালবাসা বুকের মাঝে
যে ছটফটানি ডেকে আনে
তা দুর করার কোন উপায়
আমার এখন জানা নেই।
তোমাকে তো
দেখাতে পারবোনা
আমার এই
অস্থিরতা।
তোমাকে তো
দেখাতে পারবোনা
আমার ভালবাসার
গভীরতা।
এগুলো
যে আমি
কল্পনাও
করতে পারছিনা।
তোমার অদৃশ্য মুখচ্ছবি
কল্পনায় ভেসে আসে
সেই মুখ
বড়ই অকৃত্রিম।
কথা বলেনা আদর করেনা
কোন ভাবের সৃষ্টি করেনা
শুধু চুপচাপ আমাকে দেখে
আবার চলে যায়।
তোমার মুখচ্ছবি
ভেসে উঠলেই
আমার মনে পড়ে যায়
কবিদের অমিয় বাণী -----
কোথায় আছো ওগো
করহ পরশ নিকটে আসি
কহিবেনা কথা
দেখিতে পাবোনা নীরব হাসি।