এখানেই শেষ নয়
নয়কো এখানে শুরু
এ যেন উপাখ্যান মহাকালের।

প্রশ্ন করেছো কখনও
এ শুরুর প্রথম ও শেষ
উত্তর পেয়েছো?
জানি পাবেনা কখনও।

ছুটে চলেছো অন্তহীন
কিছু পথ মুল্যহীন
মূল্যহীন চলার পথ
জীবনকে করে অর্থহীন।

অর্থহীন পথ
দূরন্ত মত
ছুটে চলা নিরন্তর
মনে আনে ভাবান্তর।

জীবনকে কোরো নাকো প্রশ্ন
এখানে নেই কোন তথ্য
কর্ম শেষে জানতে চাইলে
পেয়ে যাবে সব উত্তরপত্র।

জীবনের নেই উত্তরমালা
কাজ তার নিরন্তর চলা
কাজের মাঝেই উত্তর গাঁথা
এরপর ঝিমিয়ে পড়া।

ঝিমিয়ে পড়া দেহখানি
নিস্প্রাণ হয়ে যাবে বাড়ী
এরই নাম
জীবন-তরী।