অসীম আকাশ, শূন্যে বাতাস
আছে জলের খাঁড়ি
ছুটছি আমি ব্রম্মমাঝে
গড়িনা বসত বাড়ী।
বুকের মাঝে দুঃক্ষ পুষি
ক্রোধের জ্বালায় ফুঁসি
সুখ দুঃক্ষের সব চেতনা
আছড়ে ফেলে ছুটি।
ব্রম্মান্ডের সাত কাহনের
দেই না কোন দাম
বর্তমান কে আছড়ে ফেলি
সময় আমার নাম।
রাত ১২ ভেঙ্গে হৃদয়
করবে আমায় বিদায়
নতুন সালও চলে যাবে
আমার পরিক্রমায়