ছেলেবেলায় স্বপ্ন দেখতাম
হব আমি কবি
মায়ের বকুনিতে
চলে গেল হবি।
এরপর দেখলাম স্বপ্ন
হব খেলোয়াড়
বাবার ধমকে সে স্বপ্নও
ভেঙ্গে চুরমার।
এরপর স্বপ্ন দেখতাম
হব আমি গায়ক
সারে গামা পাধা শিখে
গায়ক থেকে নায়ক।
হেঁড়ে গলা বাঁধ সাধল
হবার পথে গায়ক
কুৎসিত চেহারা তাই
বিদায় বললো নায়ক।
রাজনীতিতে নাম লেখালাম
একটু বয়স হলে
চিটিং ফিটিং পারিনা বলে
সেটাও গেল চলে।
লেখাপড়া শিখে আমি
হব অফিসার
সে স্বপ্নও বিফল হল
হয়ে গেলাম টিচার।
টিচার হলেও বুকের মাঝে
বেঁধে আছি স্বপ্ন
একটা লাইন আঁকড়ে ধরে
হবই আমি রত্ন।
দুনিয়াতে মানুষ বাঁচে
অমর হবার জন্য
ভাল কাজে অমর হলে
জীবন হবে ধন্য।