ঘরে বাইরে সবখানেই বাধা
হাজারো অশুভ শক্তি।
তবে কোথায় তাহলে মুক্তি।
ওপরে ওপরে সবাই গাধা
তলেতলে লাভজনক চুক্তি।
তবে কোথায় তাহলে মুক্তি।
অচেনা অজানা নানান রূপ
চিনিচিনি ভানেই অন্ধভক্তি।
তবে কোথায় তাহলে মুক্তি।
অন্যায় দেখেও বিবেক চুপ
লাঞ্ছিত প্রতিবাদী যুক্তি।
তবে কোথায় তাহলে মুক্তি।
কোথায় মুক্তি?
কোথায় মিলবে মুক্তির সন্ধান
খুঁজতে খুঁজতে পেরেশান।
জানিনা কোন হালে আছে
মোদের পাপপুণ্যের নিক্তি।