মায়ের কোলের নাবালক ছেলে
একদিন মানুষ হয়,
মানুষ থেকে অমানুষ হলে
চলে পশুর ন্যায়।
নীতিকথা শোনে না সে
শোনে কটু কথা,
ভালো কাজে মুখ ফিরিয়ে
মন্দে মাথাব্যথা।
বুদ্ধি বিবেক রুদ্ধ করে
মনুষ্যত্ব করে বিলীন,
অকালেই সে ঝরে পড়ে
কালিমাময় চিরকালীন।
পশুর মতন ইচ্ছে পুষে
মনে জমায় কাদা,
বাইরে চলে চালাক বেশে
ঘরে সাজে গাধা।
সুযোগ খুঁজে মনে মনে
পাপাচারের লক্ষ্যে,
সুযোগ পেলেই নেয় সে টেনে
পাপ পিপাসু বক্ষে।
কতজনের করে ক্ষতি
হিসাব নাহি রাখে,
কত স্বপ্নের থামায় গতি
কতশত চোখে।
মানুষ আর পশুরা এক নয়
জানি তা মোরা সবে,
ঘটে যদি চরিত্রের ক্ষয়
পশু ডাকা হয় তবে।
পশুদের জ্ঞান বেশী নয়
তুলনায় অতি নগণ্য,
মানুষ তখনই পশু হয়
যখন কৃতকর্ম ঘৃণ্য।