দুইদিনের ছোট্ট দুনিয়ায়
কিসের এতো বড়াই।
হিংসা বিবাদ ভুলে আসুন
ভালোবাসা ছড়াই।
পিতামাতার খেয়াল রাখি
না দেই কভু কষ্ট,
গুরুজনদের আশীর্বাদেই
খোদা হয় সন্তুষ্ট।
স্বার্থলোভে বিভোর হয়ে
না হই যেন অন্ধ,
অসততার ফাঁদে পড়ে
না ছড়াই দুর্গন্ধ।
মান অভিমান ভুলে আসুন
শান্তির কথা বলি,
পাড়াপড়শি সবার সাথে
মিলেমিশে চলি।
রাস্তাঘাটে চলার পথে
খোলা রাখি চোখ-কান,
নিজের জমা ধনসম্পদের
কিছুটা করি দান।
ভালোকাজের মাঝে থাকলে
মনটা থাকে ভালো,
ভালো লোকের সঙ্গ পেলে
দুর হয়ে যায় কালো।
তাই আসুন আজ করি শপথ
নিজেই নিজের কাছে,
মন্দ ইচ্ছে করে বর্জন
ছুটবো ভালোর পিছে।