চেনা পথের পথিক আমি
চেনা ঘরেই বাস,
চেনা স্বপ্নের পিছে পিছে
ঘুরি বারোমাস।
নিজের স্বভাব একটু ভিন্ন
একটু বদমেজাজ,
নিজের কথায় নিজেই চলি
করি নিজের কাজ।
আপনজনরা মুখ ফিরাইছে
নিজের দোষের জেরে,
তাইতো সকল মায়া ভুলে
দূরে গেছি সরে।
এখন আমি ভালো আছি
আছি নিজের মতন,
স্বাধীনভাবে কর্ম করি
করি নিজের যতন।
অচেনাদের চেনা ভাবি
ভাবি আপনজন,
চেনা টানেই বেঁচে থাকা
গড়া বাড়ি ধন।