(প্রশ্নঃ)
কেমন আছো?
কোথায়/কই আছো?
কি করছো/করতেছো?
(উত্তরঃ)
এইতো ভালো আছি☺
পাশেই আছি কাছাকাছি😊
ভাবছি চলছি করছি ভ্রমণ✈
দেহ মস্তক চলন্ত প্রাণবন্ত💃
জান প্রাণও ঠিক তেমন✌
হৃদপিণ্ড সদা অশান্ত দুরন্ত♥
তাইতো এখনো আছি এমন👌
অন্যদিকে মন😒
সে তো অদক্ষ😖
চির সবুজ বৃক্ষ🌴
প্রতিষ্ঠিত একজন😆
হতাশাগুলো হচ্ছে দমন🔫
ভাগ্য দিচ্ছে সাক্ষ্য👀
অশ্রুকণার নিঝুম বমন😭
স্বপ্ন বুনছে বক্ষ😍
তবে😎
উষ্ণতা আজ শত্রু পক্ষ☕
তাই😜
শীতল প্রান্তেই করছি গমন🍷