আজ তারিখ ৯ জানুয়ারি,
যাকে ভুলতে নাহি পারি।
এই দিনেই এসেছি ভবে।
জানিনা যে আবার কবে,
ওপার চলে যেতে হবে।
হয়তো শুধু স্মৃতিগুলোই রবে,
নয়তো একদিন ভুলে যাবে সবে।
গতবছর এই দিনের ঠিক দুইদিন পরে,
আমার নানাজান চলে গেছেন ওপারে।
সত্যিই জন্ম মৃত্য যে কতটা সন্নিকটে,
পারিনা বুঝতে যতক্ষণ না কিছু ঘটে।
নানাজান ছিলেন মানুষটা মজার,
মিশে আছে কত স্মৃতি হাজার।
দুজন মিলে কত যে গল্প কত যে আড্ডা,
কথার পিঠে কথা ধরে অট্টহাসি ঠাট্টা।
নানাজানের স্মৃতি অনেক যত্ন করে,
আজও রেখেছি মোবাইলফোনে ধরে।
আজকের দিনে নানাজানকে স্মরণ করে,
আমার মনের কিছু আবদার খোদার তরে।
হে খোদা, নানাজানকে করে দিও মাফ,
দুনিয়ার জানা অজানা সমস্ত পাপ।
সহজ করে দিও তার কবরবাস,
আর পূরণ করিও জান্নাতের আশ।