আজকের দিনে পাখিটা আমার
এসেছিলো এই ভবে,
তার রূপসাগরের খুশির ঢেউয়ে
ভেসেছিলো যে সবে।
পাখির সে রূপ দেখিনি আমি
যাইনি যে পাখির দেশে,
হঠাৎ করেই হয়েছি স্বামী
দেখেছি পরীর বেশে।
যেদিন পাখিকে প্রথম দেখি
সেদিনই করি বিয়ে,
পাখিটা আমার বউ হয়েছে
শুধুই নাকফুল নিয়ে।
পাখিটা আমার রূপের রাণী
বুদ্ধিতে সেরার সেরা,
বাহিরে মৃদু অভিমানী
ভেতরটা মায়ায় ঘেরা।
সাধাসিধে চাহিদা তার
অল্পতেই সে তুষ্ট,
আবেগঘন হৃদয় তার
ভালোবাসায় পুষ্ট।
আমার মনের সবটা জুড়েই
পাখির বসবাস,
পাখির সাথেই করি সদা
ভালোবাসার চাষ।
আজকের এই শুভক্ষণে ছড়াই
দোয়া অফুরন্ত,
পাখিটা আমার সুস্থ থেকো
থেকো প্রাণবন্ত।