সময়ের ব্যবধানে
আর
প্রকৃতির অবদানে

বদলে গেছে কত নেশা
হারিয়েছি শত আশা।

বদলে গেছে সাজ
হারিয়েছি আকুলতা।
বদলে গেছে লাজ
হারিয়েছি সরলতা।

বদলে গেছে স্বভাব
হারিয়েছি অভাব।
বদলে গেছে হাটাচলা
হারিয়েছি ছেলেবেলা।

বদলে গেছি আমি
বদলে গেছো তুমি।
বদলে গেছে আত্মীয়স্বজন
হারিয়েছি নিজের আপনজন।

তবুও বদলায়নি এই মন।

তাই মাঝেমাঝে
অতীতের স্মৃতি স্মরণ করে
গানের সুরে মনরে বলি।

তুই ফেলে এসেছিস কারে?
মন, মন রে আমার।