(আমি সময়)
আমি হাসিমুখে আসবো
কিন্তু অপেক্ষা করবো না।
নিমেষেই হারিয়ে যাবো
কখনো ধরা দেবো না।
(আমি সুসময়)
স্বপ্ন দেখাবো নিরবে
বৈচিত্র্য আনবো স্বভাবে।
দুঃখ কষ্ট করবো বিলীন
সুখ আনবো অনন্তকালীন।
(আমি সময়)
আমায় যদি করো হেলা
কপাল হবে পোড়া।
সইতে হবে অনেক জ্বালা
দেবে না কেউ সাড়া।
(আমি সুসময়)
আমায় যত্নে আগলে রাখলে
পাবে না কেউ কষ্ট।
আমার পরশ সাথে থাকলে
ফল পাবে উৎকৃষ্ট।
(আমি সময়)
আমায় যদি বন্ধু ভাবো
বুঝবে আমার কদর।
বন্ধু হয়েই পাশে রবো
দেবো অনেক আদর।
(আমি সুসময়)
আমার মাঝে পাবে শত
দুঃখ ভোলার রাস্তা।
ঘুচবে যত জমা ক্ষত
ফিরে পাবে আস্থা।
[বিঃ দ্রঃ
হারিয়ে যাচ্ছে অনবরত
তবুও ফুরায় না যেন সময়।
কেউ থাকে সুখ অভাবে জাগ্রত
আর কেউবা দুখের অভাবে ঘুমোয়।
সুসময় বহমান নিজ গতিতে
আমরাও চলমান যে যার পথে।
গ্রীষ্মের স্বাদ করি কামনা শীতে
বর্ষার রসে হারাই শরতে।]