ওরা কৃতঘ্ন ওরা ঘৃণ্য
ওরা চির উন্মাদ,
ওরা বন্য ওরা বিচ্ছিন্ন
ওরা বড় কুজাত।
ওরা রাক্ষস ওরা ডাইনী
ওরা হিংস্র খুনি,
ওরা মুখোশধারী জ্ঞানী
ওরা সর্পের ফণী।
ওরা ঘুষখোর ওরা সুদখোর
ওরা নামী প্রতারক,
ওরা নেশাখোর ওরা চোর
ওরা ভণ্ড বিচারক।
ওরা বাকবিতন্ডার শুরু
ওরা নকলের ধারক,
ওরা অপকর্মের গুরু
ওরা বিষাদের স্মারক।
ওরা অশ্লীলতার পক্ষে যুক্তি
দেখায় বারোমাস,
নারীশক্তির ছলনায় চায় মুক্তি
করতে সর্বনাশ।
ওরা গুজবের প্রকাশক
মিথ্যের দরোদি,
ওরা দালাল জালিম শাসক
সত্যের বিরোধী।
ওরা করে না পরকালের ভয়
চলে না বৈধ শর্তে,
ওরা করে ক্ষমতার অপচয়
নিজেদের থলে ভরতে।