কোনো এক নির্দিষ্ট দিনের কারণে
প্রিয় মানুষটাকে খুশি করানোর নাম ভালোবাসা নয়।
শত ব্যস্ততার মাঝেও খোশমেজাজে
ভালোবাসি বলে বিরক্ত করাকেই ভালোবাসা কয়।
কোনো একটা দিনের অজুহাতে
প্রিয় মানুষকে উপহার দেয়াটা ভালোবাসা নয়।
বিনা অজুহাতে খুশিমনে
প্রায়ই কিছু না কিছু দেয়াটাকেই ভালোবাসা কয়।
কোনো একটা দিনের প্রেমে পড়ে
চাপা পড়ে থাকা প্রেম জাগানোর নাম ভালোবাসা নয়।
হাসিঠাট্টা অভিমানের ছলে
দৈনিক মনের কথা খুলে বলাকেই ভালোবাসা কয়।
কোনো একটা দিনের সূত্র ধরে
প্রিয় মানুষকে গুরুত্ব দেয়াটা ভালোবাসা নয়।
কিছুদিন পরপরে চমকে দিয়ে
"চলো আজ ঘুরতে যাবো" বলাকেই ভালোবাসা কয়।