যে জীবনে সর্বাবস্থায়
স্রষ্টার প্রতি আস্থা নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবনে কৃতজ্ঞতার
প্রাপ্য স্বীকারক্তি নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন অসৎ পথে
ইহজীবনটা সাজায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবনে আচরণে
নম্রতারও ছোঁয়া নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবনে চিন্তায় চেতনায়
মূল্যবোধের স্থান নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবনে অন্যায় দেখে
প্রতিবাদের ভাষা নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন মিথ্যার মুখে
সত্য প্রকাশে ভয় পায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন অন্যের হক
হনন করে মজা পায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন সুখের জন্য
প্রতারণায় হাত বাড়ায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন ব্যস্ত থাকে
ঘৃণ্য সব লোভ লালসায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন লিপ্ত থাকে
নিষিদ্ধ পরকীয়ায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন কর্ম গুণে
অন্যের অভিসম্পাত পায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন হিংসায় পড়ে
ক্ষতিসাধন করে যায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন কর্ম গুণে
স্নেহ আর শ্রদ্ধা পায় নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবন মশগুল থাকে
মানুষ ঠকানোর ধান্দায়,
সে জীবনের মূল্য নাই।

যে জীবনে কৃত অপকর্মের
অনুশোচনাটাও নাই,
সে জীবনের মূল্য নাই।

যে জীবনে পরকালীন শাস্তির
নূন্যতম ভয়ভীতি কিছুই নাই,
সে জীবনের আসলেই মূল্য নাই।