সবাই মোরা স্বার্থান্বেষী
কেউ কম কেউবা বেশী।
তাই,
নিজেকে যদি করতে চাও শুদ্ধ
নিজ সত্ত্বাকে করো বাধ্য।
নিজের কাছে হও প্রতিজ্ঞাবদ্ধ
নিজের সাথেই করো যুদ্ধ।
কারণ,
জীবনের ধারা রহস্যে ঘেরা
কেউ বেচারা কেউবা সেরা।
স্বার্থ দ্বারা কলুষিত তারা
শোষক যারা গুপ্ত চোরা।
আর ব্যর্থ তারা শোষিত যারা
কপাল পোড়া সর্বহারা।
তবে স্বার্থকে ঘিরে যতই হোক রেষারেষি
পরিশেষে সবাই পাশাপাশি হাসিখুশি।