জীবন নদীর ক্ষণিকের সফরে
দেখেছি বহু ঢেউ,
স্বপ্ন বুনেছি নিত্য প্রহরে
বুঝতে পারেনি কেউ।
জীবন নদীতে জোয়ার এসেছে
ডুবে শিখেছি সাঁতার,
জোয়ারের শেষে ভাটা পড়েছে
দেখা পেয়েছি ঘাটার।
ঝড়ের মাঝারে ধরেছি বাজি
থাকিনি কভু দেবে,
চেয়ে থেকেছে হাজারো মাঝি
সাধারণ যাত্রী ভেবে।
বড়ো নৌকা দেখেছি তটে
চড়েছি ছোটগুলোয়,
আলোকের পানে যাইনি ছুটে
ছুটেছি আঁধার-কালোয়।
জীবন নদীর কিনারাতে
নেমেছে শত ধস,
লড়িনি নিয়তির সাথে
করিনি তো ফসফস।
বিনিময়ে পেয়েছি হাতে
কিছু মহিমা আপন,
জীবন নদীর আঙিনাতে
রেখেছি সবই গোপন।