জেনেশুনে কেউ করলে পাপ
জ্ঞানপাপী তাকে বলে,
ধরা পড়ে সে পেলে মাফ
উদাসীন হয়ে চলে।
জ্ঞানপাপীদের ছত্রছায়ায়
গুণীদের হয় বিচার,
জ্ঞানপাপীরা বিশ্ব চালায়
শেখায় সঠিক আচার।
কর্তা মোড়ল নেতা মাথা
সবাই সাজে বোকা,
তরল সরল মিষ্টি কথা
জ্ঞানপাপীদের ধোঁকা।
সাদার গেছে কদর কমে
কালোর গেছে বেড়ে,
নীতি শুনে গিয়ে ঘেমে
ভীতি আসে তেড়ে।
জ্ঞানপাপীরা করে মজা
গুণীর ক্ষতি করে,
জোর জুলুমের নিঠুর সাজা
চলে জনম ধরে।
জানি একদিন আসবে সুদিন
গুণীদের হবে ভালো,
জ্ঞানপাপীরা খুঁজবে সেদিন
মুক্ত আশার আলো।
জ্ঞানপাপীদের হবে ধ্বংস
এই দুনিয়ার বুকে,
রোজ হাশরে গলবে মাংস
পুড়বে ধুকে ধুকে।