আজকালকার রীতিনীতি,
রূপ বদলায় রাতারাতি।
কে যে করে কার ক্ষতি,
যায় না বোঝা মতিগতি।
সত্যিই আমরা গর্বিত জাতি।
ভাইয়ে ভাইয়ে হাতাহাতি,
পাড়াপড়শির মাতামাতি।
গোপন আড়ি পাতাপাতি,
নিন্দা গীবত নিত্য সাথী।
সত্যিই আমরা গর্বিত জাতি।
কামড়াকামড়ির রাজনীতি,
লজ্জাহীন সংস্কৃতি।
হামলা-মামলার ভয়ভীতি,
লাগামহীন গুতাগুতি।
সত্যিই আমরা গর্বিত জাতি।
চারিদিকে দুর্নীতি,
সুদ-ঘুষে কোটিপতি।
মরণ ফাঁদ পাতাপাতি,
গুমখুন হয় দিবা রাতি।
সত্যিই আমরা গর্বিত জাতি।
সত্য ফাঁসে কুঁতাকুঁতি,
টাকায় কেনা সুনাম খ্যাতি।
উড়ুউড়ু মাথার ছাতি,
নিভুনিভু আলোর বাতি।
সত্যিই আমরা গর্বিত জাতি।
দিন-দুপুরে ছিনতাই, চুরি, ডাকাতি,
সত্যিই আমরা এখন গর্বিত জাতি।
[বিঃ দ্রঃ
আজকাল,
যেগুলো নিয়ে
আমাদের লজ্জা পাওয়া উচিৎ,
সেগুলো নিয়েই
আমরা গর্ব করি।
তাই আমরা গর্বিত জাতি।]