চোখের ব্যথায় মাথার ব্যথা
দেহের ব্যথা মনের,
পরের বলা কটুকথা
লাগে আপনজনের।
সখের চাওয়া না পুরিলে
মনটা হয় যে বেজার,
চোখের বায়না না ফুরিলে
দর্শন হয় না মজার।
মনেমনে রাগ পুষিলে
দুঃখ কষ্ট বাড়ে,
উড়ো কথায় গা ভাসিলে
বোঝা বাড়ে ঘাড়ে।
সোজা কথা বাঁকায় কইলে
শুনতে লাগে তিতা,
ধৈর্য মেয়াদ দীর্ঘ হইলে
শান্ত থাকে মাথা।
ঠোকাঠুকি না করিলে
ব্যথা দেয় না কেহ,
মন্দ নেশার সাথ ধরিলে
ভেঙে পড়ে দেহ।
পিতামাতার বকা খাইলে
হজম করা সোজা,
মনের মানুষ দূরে যাইলে
বুকে জমে বোঝা।
ব্যথার পিঠে ব্যথা আইলে
শেষ থাকে না দুখের,
ব্যথা হইতে রেহাই পাইলে
জীবন বড্ড সুখের।