সচল ছিলো জীবনধারা
বিজ্ঞানের বিশ্বায়ন।
হঠাৎ বিশ্ব দিশেহারা
বিশ্বচোখে শাওন।
অদেখা এক রোগের থাবায়
প্রকৃতি প্রায় নিঃস্ব।
অপ্রস্তুত চিকিৎসা সেবায়
ঘাবড়ে গেছে বিশ্ব।
প্রকৃতির এই করুন দশায়
নির্বাক বিশ্বপাড়া।
মন্দার ছোঁয়া সকল পেশায়
বিশ্ব কপালপোড়া।
ব্যর্থ চিত্তের কালি গায়ে
নব বিশ্বের বিবাদ।
চার দেয়ালে বন্দি হয়ে
সভ্যতার আর্তনাদ।
বিশ্বটা আজ এলোমেলো
কাবা শরীফ নিষ্প্রাণ।
এরই মাঝে ফিরে এলো
প্রিয় মাহে রমজান।
চতুর্দিকে করোনার বাস
ক্ষুধার সাথে দ্বন্দ্ব।
অচেনা রূপে রোজার মাস
মসজিদ দুয়ার বন্ধ।
স্রষ্টার কোটি বান্দারা সব
মহাসংকট পানে।
দূর যেন হয় রোগের প্রকোপ
রোজার নিষ্পাপ গুণে।
করুন ক্ষমা করুন দয়া
হে জাহানের কর্তা।
করুন ধ্বংস কালো ছায়া
শোনান সুখের বার্তা।