কত কিছু ঘটছে দেখছি
আমার আশেপাশে,
জানাশোনা ভুলের মেলা
চলছে বারোমাসে।
রসের কথা শুনলে মানুষ
সুখ সাগরে ভাসে,
দুখের কথা শুনলে পরে
মিটমিটিয়ে হাসে।
ভালো কর্ম পায়না সে তার
সঠিক পাওনা মূল্য,
মন্দ কর্ম পায় সে যেটা
হয় না সে তার তুল্য।
কিছু মানুষ পেটের দায়ে
করতে থাকে লড়াই,
সেই সুযোগে কিছু মানুষ
দেখায় তাদের বড়াই।
দুঃসময়ে হাতটা ধরার
বন্ধুর বড্ড অভাব,
সুসময়ে সবাই সবার
পাশে থাকার স্বভাব।
ভবের রঙে ডুবছে মানুষ
রঙের নেইতো শেষ,
নানান ঢঙে থাকছে সবাই
যে যার মতো বেশ।
খোদার ছোট্ট ভবের খেলা
বোঝা বড়োই দায়,
কারো কাছে অনেক আছে
কারো কিছুই নাই।