সৃষ্টির সেরা মানুষ মোরা
সেরা মোদের গড়ন।
সেরার সেরা রূপ চেহারা
সেরা রুচির ধরন।
সেরা মোদের বুদ্ধি বিবেক
সেরা চিন্তাধারা।
সেরার সেরা মনের আবেগ
সেরা চলাফেরা।
সেরা মোদের খাবারদাবার
সেরা রান্নাবান্না।
সেরার সেরা মা ও বাবার
হাসিমাখা কান্না।
সেরা মোদের জায়গাজমি
সেরা বাড়িঘর।
সেরার সেরা মাতৃভূমি
সেরা বালুচর।
সেরা মোদের রীতিনীতি
সেরা শিল্পকলা।
সেরার সেরা পুরাকীর্তি
সেরা নদীনালা।
সেরার মোদের কৃষক চাষা
সেরা সোনালী ধান।
সেরার সেরা মাতৃভাষা
সেরা কবিতা গান।