গ্রামবাংলার এক মিষ্টি মেয়ে
চনমনে তার মন,
ভাই-বোনদের মাঝে বড়ো সে
মায়ের খুব আপন।
ছোট্টকালে ছিলো শান্ত
কথা বলতো কম,
বড়ো হয়ে সে দুরন্ত
মনে অনেক দম।
মিষ্টি মেয়ে দুষ্টু হয়েছে
বয়েস বৃদ্ধির সাথে,
নানান কর্ম করতে শিখেছে
স্বেচ্ছায় আপন হাতে।
ভালোমন্দ বুঝতে শিখেছে
ধৈর্য ধারণ করে,
চুপিচুপি স্বপ্ন এঁকেছে
পরিবারকে ঘিরে।
প্রায়ই সে দুশ্চিন্তা করে
পরিবারের কথা ভেবে,
নীরবে তার অশ্রু ঝরে
সহস্র প্রাপ্তির অভাবে।
নিজের চেয়ে ভাবে বেশী
তার ভাই-বোনদের নিয়ে,
ভাই-বোনদের সে রাখে খুশি
মিষ্টি হাসি দিয়ে।
প্রতিকূলতায় লড়ে যায় সে
নিজের সাধ্যমতো,
আপন জ্ঞানে এগিয়ে যায় সে
ঘুচতে সকল ক্ষত।
মিষ্টি মেয়ের মিষ্টি স্বপন
যেদিন হবে পূরণ,
মিষ্টি মেয়ের হলেও মরণ
জগৎ রাখবে স্মরণ।
[বিঃদ্রঃ
আমাদের দেশের গ্রামবাংলাতে এরকম অগণিত
মিষ্টি মেয়ে আছে,
যারা প্রতিনিয়তই নানান প্রতিকূলতার সাথে
লড়াই করে বাঁচে।]