মানুষ হিসেবে ভুল করা
নিত্যদিনের ধারা,
তাই, ভুলকে নিজের শত্রু ভেবে
হবেন না পথহারা।
বাকবিতণ্ডা ঝগড়াঝাটি
আদি সংস্কৃতি,
তাই, মনের ঈর্ষা করে মাটি
বজায় রাখুন প্রীতি।
চাওয়ার সাথে পাওয়ার অমিল
জীবনেরই অংশ,
তাই, ধৈর্যধারণে হন শামিল
স্বপ্ন না হোক ধ্বংস।
কর্মক্ষেত্রে সংকট এলে
উপার্জন কম আসে,
তাই, একক হয়ে সবাই মিলে
থাকুন পাশেপাশে।
না বুঝিয়া জ্ঞানীর বেশে
তর্ক করা বৃথা,
তাই, জেনে-বুঝে মুচকি হেসে
ঠাণ্ডা রাখুন মাথা।
মন্দ কর্ম পড়লে চোখে
সবাই করে নিন্দা,
তাই, চলতে শিখুন ভালোর দিকে
সকাল দুপুর সন্ধ্যা।
চলার পথে পর বা নিজের
করেন যদি ক্ষতি,
স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে
স্বীকার করুন নতি।